ইতিহাসঃ বিশ্ব ব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি একটি সমাদৃত এবং মহান পেশা হিসেবে স্বীকৃত যা স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য্য অংশ। বাংলাদেশে নার্সিং পেশার যাত্রা ব্রিটিশ- ইন্ডিয়া হতে শুরু হলেও ইহার প্রাতিষ্ঠানিক রুপ পায় ১৯৮৭ সালে। বাংলাদেশের নার্সিং ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন একটি সংযুক্ত দপ্তর হিসেবে ১৯৭৭ সালে "সেবা পরিদপ্তর" গঠিত হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে তৎকালীন সেবা পরিদপ্তরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত দপ্তর হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল কে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে উন্নীত করা হয়েছে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ্যাক্ট, ২০১৬ জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে।
নার্সিং শিক্ষা ও সার্ভিস কার্যক্রমকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অত্র দপ্তরটিকে অধিদপ্তরে উন্নীত করার পাশাপাশি পদসৃজনের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জন্য মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকসহ ১৬ (ষোল) ক্যাটাগরির মোট ৭৭ (সাতাত্তর) টি নতুন পদ সৃজনকরা হয়েছে। বর্তমানে দেশের সকল স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩২,৫৪৭+ (বত্রিশ হাজার পাচ শত সাতচল্লিশ জন) নার্স, ১১৪৯ জন মিডওয়াইফ ও ৮৭৬ জন নন-নার্সিং কর্মকর্তা ও কর্মাচারি সরকারি চাকুরিতে নিয়োজিত আছেন। দেশের ৩৮টি সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ৯৭৫ (নয়শত পঁচাত্তরটি আসনে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়েছে। ইউএনএফপিএ কর্তৃক ৩১ (একত্রিশ) জন শিক্ষার্থী নিয়ে ডালারনা ইউনিভার্সিটি, সুইডেন ভিত্তিক Sexual and Reproductive Health & Rights (SRHR) বিষয়ে ওয়েব বেজড মাস্টার্স অন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়েছে। এযাবৎ মোট ৬০ (ষাট)জন মাস্টার্স কোর্স সম্পন্ন করেছে এবং ৬০ (ষাট) জন চলমান আছে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষা বর্ষে দুই জন করে মোট চার জন মিডওয়াইফস ফ্যাকাল্টিকে ওয়েব-বেজড পিএইচডি কোর্সে অধ্যয়ন করছেন। নার্সিং ও মিডওয়াইফারি এডুকেশন এ্যান্ড সার্ভিসেস (নেমস) অপারেশনাল প্লানের আওতায় ১৬ জন নার্স থাইল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন বিষয়ে পিএইচডি সম্পন্ন করে নিয়ানার (জাতীয় নার্সং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ) ও দেশের বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন। এ ছাড়াও, ২০১৮-২০১৯ অর্থ বছরে ১৪০ জন সিনিয়র স্টাফ নার্সকে ৬টি বিশেষ বিষয়ের উপর (ICU/CCU, Respiratory Nursing, Pediatric Nursing, Geriatric Nursing, Oncology থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।